সোমনাথ চৌধুরী :
২৬ শের বিধানসভা নির্বাচনে বাঙালি অস্মিতা তৃণমূলের মূল অস্ত্র যে হতে চলেছে সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। এদিনের শহিদ মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলে দিয়েছেন, ভাষা নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল বেরনো পর্যন্ত। বাংলা ভাষা ও বাঙালির উপর কোনওরকম সন্ত্রাস বরদাস্ত করা যাবে না, সেই মতো কর্মসূচিও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, দরকারে ফের ভাষা আন্দোলন হবে ভাষার অপমান হলে । এবং দিল্লি পর্যন্ত সেই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। আসলে তৃণমূল নেত্রী ভালো মতোই জানেন, মাতৃভাষার প্রতি সাধারণ মানুষের আবেগের চেয়ে বড় কোনও আবেগ আর নির্বাচনী ইস্যু হতেই পারে না।
একুশের মতো সভা সাধারণত সাংগঠনিক ও রাজনৈতিক রূপরেখা তৈরির মঞ্চ হিসাবে কাজ করে। মমতা বন্দ্যোপধ্যায়ও আগামী নির্বাচনের সেই রূপরেখা সাজিয়ে দিলেন শহিদ মঞ্চ থেকে। রাজ্যের শাসকদলকে একুশ এবং চব্বিশের সাফল্য এনে দিয়েছে বাংলা বনাম বহিরাগত ইস্যুতে । ছাব্বিশের নির্বাচনের মাস্টারপ্ল্যান আরও এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিলেন, বাংলা এবং বাংলাভাষার শত্রুদের সঙ্গে বঙ্গবাসীর লড়াই। তবে হিন্দিভাষীরাও ব্রাত্য নন সেই লড়াইয়ে। এদিনের সভায় নেত্রী স্পষ্ট জানান, “বাংলায় হিন্দিভাষীরা হিন্দিতে কথা বললে সমস্যা নেই,অতীতে এই বাংলাই প্রতিবাদ করেছিল যখন হিন্দি বিরোধী আন্দোলন হয়েছিল মহারাষ্ট্রে।”