বিষয়া ভৌমিক :
একটাই স্ত্রী দুই ভাইয়ের ! না, এটা মহাভারতের কাহিনি নয়, কলিযুগে ঘটল এমন বিস্ময়কর ঘটনা। একই মহিলাকে বিয়ে করলেন দুই ভাই ঘটনাটি হিমাচল প্রদেশের শিরমৌর জেলার শিল্লাই গ্রামের। সেই বিয়ের সাক্ষী হয়েছেন কয়েকশো মানুষ। উপরন্তু, তাঁরা স্বেচ্ছায় এমন বিয়েতে রাজি হয়েছেন এমনটাই জানান দুই বর এবং কনে !
হিমাচলের বাসিন্দা দুই ভাই প্রদীপ এবং কপিল নেগি সুনীতা চৌহান নামে এক মহিলার সঙ্গে এই ‘অদ্ভূত’ বিয়েতে একই সঙ্গে সাত পাকে সম্প্রতি বাঁধা পড়েন। জানা যাচ্ছে, ‘হট্টি’ জনগোষ্ঠীর অন্তর্গত এই দুই ভাই । হিমাচল-উত্তরাখণ্ডের অঞ্চলে এমন বিশেষ বিবাহের রীতির চল রয়েছে বলে এই সম্প্রদায়ের মধ্যে জানা যায়। এই জনগোষ্ঠীতে কয়েক শতাব্দী ধরে এমন ‘বহুস্বামী’ প্রথা চালু রয়েছে। যদিও এমন বিয়ে কমেছে আধুনিকতার হাওয়া লেগে এবং শিক্ষা সহ অর্থনৈতিক উন্নয়নের পর। কিন্তু এই প্রথা কোথাও কোথাও এখনও রয়ে গিয়েছে, তা মেনেও নেওয়া হয় সমাজে।
এই বিশেষ বিয়ের বিষয়ে দুই ভাই জানান, এই সিদ্ধান্ত তাঁরা স্বেচ্ছায় নিয়েছেন। কেউ কোনও ভাবে তাদের জোর করেনি । প্রদীপ জানান, এই প্রথা তাঁরা যৌথ সিদ্ধান্তে পালন করেছেন। জানা যাচ্ছে, তিনি স্থানীয় সরকারি দফতরে কর্মরত। অপরদিকে কপিল জানান, বিদেশে কর্মরত তিনি। তবে স্ত্রী সুনীতার জন্য তাঁরা একসঙ্গে থাকতে চান।
এদিকে কনে সুনীতা চৌহান বলেন, তিনি আগেই এই প্রথা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। কনে জানান, এই সম্পর্ককে সম্মান জানিয়ে স্বেচ্ছায় এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। উল্লেখ্য, উক্ত এলাকায় এই ধরনের বিয়েকে বলা হয় ‘জজদা’। এমনকি এই বিশেষ প্রথার স্বীকৃতি রয়েছে হিমাচলের রাজস্ব আইনেও। সেখানে উল্লেখ করা হয়েছে একে ‘জোড়িদারা’ বলে।