Select language to read news in your own language

২০ বছর কোমায় থাকার পর ‘চিরঘুমে’ সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ আল-সৌদ অবশেষে পৃথিবীর মায়া কাটালেন। দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর শনিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি রাজপরিবার। বয়স হয়েছিল ৩৬ বছর।
২০০৫ সালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান আল-ওয়ালিদ। তারপর থেকে রাজপরিবারের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর চিকিৎসায় বহুবার উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হলেও জ্ঞান ফিরে আসেনি কখনও।
বিগত দুই দশক ধরে সৌদি আরব এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ঘুমন্ত রাজপুত্র’ নামেই পরিচিত হয়ে ওঠেন প্রিন্স আল-ওয়ালিদ। ২০২০ সালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে কোমায় থেকেও তাঁর আঙুল সামান্য নাড়াতে দেখা যায়—যা চিকিৎসাবিজ্ঞানেও বিরল ঘটনা হিসেবে আলোচিত হয়েছিল।
প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার ও রাজ্যবাসী। সামাজিক মাধ্যমে বহু মানুষ এই দীর্ঘ সময় কোমায় থেকেও জীবনের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার জন্য তাঁকে ‘যোদ্ধা’ বলেও শ্রদ্ধা জানাচ্ছেন।
প্রসঙ্গত, সৌদি রাজপরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর জানাজা এবং দাফনের আয়োজন রিয়াদ শহরে রাজপরিবারের কবরস্থানে সম্পন্ন হবে।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon