সোমনাথ চৌধুরী :
দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ৫৪ জন হোনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ করল বালুরঘাট পৌরসভা।গতকাল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ জেলা স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে নিয়োগ পত্র তুলে দেওয়া হলও ৫৪ জন কর্মীর হাতে। স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিশা প্রদানে নেওয়া হয়েছে এমন উদ্যোগ, দাবি পৌরপিতা অশোক মিত্রের।
গত শুক্রবার ৫৪ জন পরীক্ষায উর্ত্তীণ প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয় এবং তাঁরা শনিবার থেকেই কাজ শুরু করেছেন।
মূলত, এই হোনারারি হেলথ ওয়ার্কারের কাজ পৌরসভার সকল ওয়ার্ডে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া।