মেটা সম্প্রতি ঘোষণা করেছে যে আগামী কয়েক মাসের মধ্যেই WhatsApp-এ বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন সেবা চালু হতে যাচ্ছে। এর মধ্যেও ব্যক্তিগত চ্যাট অপরিবর্তিত থাকবে— অর্থাৎ সেই অংশে কোনো বিজ্ঞাপন প্রদর্শিত হওয়া হবে না।
প্রাথমিকভাবে "Updates" বা "নতুন খবর" ট্যাবেই বিজ্ঞাপন দেখানো শুরু হবে। ব্যবহারকারীদের শহর, ভাষা ও ব্যবহার প্যাটার্ন অনুযায়ী সেই বিজ্ঞাপনগুলিকে টার্গেট করা হতে পারে। অপরদিকে কিছু চ্যানেলে মাসিক সাবস্ক্রিপশন পদ্ধতিতে বিশেষ ও এক্সক্লুসিভ কনটেন্ট উপস্থাপন করার সুযোগও দেওয়া হয়েছে, যা বিশেষ করে ব্লগার, সংবাদমাধ্যম ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতে পারে। এ ছাড়াও চ্যানেলগুলিকে আরও প্রকাশ্যে ও কার্যকরভাবে পৌঁছে দিতে তাদেরকে অর্থের বিনিময়ে প্রোমোট করার ব্যবস্থাও থাকবে।
মেটার এই পদক্ষেপকে অনেকেই বলছেন হোয়াটসঅ্যাপের ব্যবসায়িক মডেলে একটা উল্লেখযোগ্য পরিবর্তন— যে অ্যাপটি এতদিন পর্যন্ত বিজ্ঞাপনমুক্ত ও ব্যক্তিগত ছিল। মেটা আশ্বাস দিয়েছে যে ব্যক্তিগত বার্তা সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে এবং বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে কারো ব্যক্তিগত তথ্য বা আলাপচারিতা ব্যবহৃত বা প্রকাশিত হবে না।
তবে, এর মধ্যেও কিছু বিশেষজ্ঞ ও ব্যবহারকারীর মনে সন্দেহ ও আশঙ্কা প্রকাশিত হয়েছে— মেটা কি সত্যিই ব্যবহারকারীদের গোপনীয়তা অক্ষুণ্ণ রাখতে পারবে কিনা? সেই সাথে রয়েছে অ্যাপটির ব্যবসায়িক ও ব্যবহারকারীর বিশ্বাসের মধ্যেকার সম্ভাব্য টানাপোড়েনও।
