ভক্তি বিশ্বাস
কলকাতা: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রক প্রিপেইড স্মার্ট মিটার চালু করতে জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছে বিদ্যুৎ গ্রাহক সমিতি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকা'র স্মার্ট মিটার বিরোধী আন্দোলন জনগণের মধ্যে প্রভাব বিস্তার করছে। বহু এলাকায় স্মার্ট মিটার বিরোধী কমিটি গঠিত হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত স্মার্ট মিটার বসানো হবে না বলে জানিয়েছেন। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য প্রিপেইড স্মার্ট মিটারের সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করতে হবে। রবিবার স্মার্ট মিটারের বিরুদ্ধে বেহালায় বিদ্যুৎ গ্রাহকদের এক সভায় 'সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি'র সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন "কেন্দ্রীয় সরকার যতই স্মার্ট মিটার লাগানোর উপর জোর দিক ,যৌথ তালিকাভুক্ত বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার লাগানো চলবে না। এছাড়াও রাজ্য সরকারকে সুস্পষ্ট ঘোষণা করতে হবে যে কোনভাবেই এ রাজ্যের গৃহস্থ, আবাসন, দোকানদার,ক্ষুদ্রশিল্পে ও কৃষিতে গ্রাহক স্বার্থবিরোধী স্মার্ট মিটার লাগানো হবে না। লাগিয়ে দেওয়া সমস্ত স্মার্ট মিটার অবিলম্বে খুলে নিতে হবে।" পাশাপাশি সুব্রত বাবু জানান "অবিলম্বে স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবীতে সারা রাজ্যব্যাপী বিদ্যুৎ গ্রাহক আন্দোলন আরও তীব্র হচ্ছে।"