Select language to read news in your own language

ইতিহাস গড়লো PSG! প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা প্যারিসে

প্যারিস সেন্ট-জার্মেইন (PSG) ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর UEFA চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলল। শনিবার রাতে (৩১ মে), জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে। এটি ক্লাবটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে PSG। ম্যাচের ১৭তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্যাবিয়ান রুইজ একটি দুর্দান্ত হেডারে স্কোরলাইন ২-০ করে তোলেন। যদিও ইন্টার মিলান ৭৫ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে ব্যবধান কমাতে সক্ষম হয়, তবুও ম্যাচে ফিরতে পারেনি তারা।

PSG কোচ লুইস এনরিকে ম্যাচ শেষে বলেন, “এই শিরোপা শুধু প্যারিস নয়, গোটা ফ্রান্সের জন্য গর্বের। আমাদের দীর্ঘদিনের অপেক্ষা আজ পূর্ণ হলো।”

ম্যাচ শেষে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন গোলদাতা এমবাপে। চুক্তির শেষ মৌসুমে এসে ক্লাবকে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব এনে দিয়ে তিনি নিজের প্যারিস অধ্যায়ের ইতি টানতে পারেন বলেও গুঞ্জন উঠেছে।

ইউরোপের প্রথাগত শক্তিধর ক্লাবগুলিকে হারিয়ে PSG-এর এই শিরোপা জয় ক্রীড়া বিশ্লেষকদের মতে "এক নতুন যুগের সূচনা"। অন্যদিকে, ফাইনালে হেরে গেলেও ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাগি তাদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

প্যারিসের রাস্তায় এখন উৎসবের জোয়ার। এই জয় যেন পুরো ফ্রান্সকেই চ্যাম্পিয়ন করে তুলেছে।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon