কলকাতা: ওবিসি সংরক্ষণ ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ফের একবার সরব হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি তাঁর ফেসবুক পোস্টে তিনি তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ তোলেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, "তৃণমূল সরকার কি মনে করে তারা ভারতীয় আইনের ঊর্ধ্বে?"
লকেটের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল, ওবিসি সংরক্ষণ চালু করতে হলে রাজ্য সরকারকে চারটি প্রধান পদক্ষেপ নিতে হবে— জনমত সংগ্রহ, তালিকা তৈরি ও প্রকাশ, সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি এবং তা বিধানসভায় উপস্থাপন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই চারটির একটিও মানেনি বলে অভিযোগ তাঁর।
==========
‘সাতসকাল’ ই-খবরের কাগজ আবার প্রকাশিত হতে যাচ্ছে। অনুগ্রহ করে ফেসবুক পেজটি লাইক করুন এবং ইনবক্সে আপনার মূল্যবান পরামর্শ ও মতামত জানান।
==========তিনি আরও বলেন, "আদালত বলেছে, সরকার চরম তাড়াহুড়ো করে সংরক্ষণ কার্যকর করতে চেয়েছে, নিয়ম না মেনেই।" এই তাড়াহুড়োর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই দাবি করেন বিজেপি নেত্রী।
লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, প্রস্তাবিত ওবিসি তালিকার ৮৮ শতাংশই মুসলিম সম্প্রদায়ের, যা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। তাঁর মতে, এই সিদ্ধান্ত ছিল ভোটব্যাংক রক্ষার উদ্দেশ্যে মুসলিম সমাজকে বিভ্রান্ত করার একটি সুপরিকল্পিত কৌশল।
এই ফেসবুক পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

