ভক্তি বিশ্বাস
কলকাতা: কসবা
আইন কলেজে গণধর্ষণ কান্ডে, মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পথে নামলো। রবিবার
বিকেলে ব্যাস্ততম মৌলালী মোড়ে মিছিল করে এসে প্রতিবাদী পোষ্টার ও ব্যানার
হাতে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ
কর্মসূচি চলে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিডিআরএস পশ্চিমবঙ্গ
রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেন বলেন "আরজি করের ঘটনার এক বছরের মধ্যে
কলকার বুকে সাউথ ক্যালকাটা ল কলেজের অভ্যন্তরেই ছাত্রী গণধর্ষণের ঘটনায়
রাজ্য জুড়ে নারীর নিরাপত্তার বেহাল অবস্থা সামনে আসে। অবিলম্বে দোষীদের
কঠোর শাস্তি দিতে হবে।" এরই পাশাপাশি সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক
রাজকুমার বসাক আশঙ্কা প্রকাশ করে বলেন "শাসকদলের কর্মীরা এই ঘটনায় যুক্ত
থাকায়,আরজিকরের ঘটনার মতোই ধামাচাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাটের
চেষ্টা হতে পারে।তাই আরজি কর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ সহ রাজ্যের
সর্বত্র গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং এহেন ন্যাক্কারজনক ঘটনা
প্রতিরোধে সর্বস্তরের সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে।" বিক্ষোভকারীদের
অভিযোগ আরজি কর থেকে সাউথ ক্যালকাটা আইন কলেজ সর্বত্র পুলিশ প্রশাসন
অভিযুক্তদের বদলে প্রতিবাদীদের আটক ও হেনস্থা করছে।

