ভারতের এগিয়ে চলা মহাকাশ অভিযানে যুক্ত হলেন গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা — যিনি হয়ে উঠবেন প্রথম ভারতীয় ‘কমার্শিয়াল অ্যাস্ট্রোনট’ মঙ্গল বৃহস্পতিবার মিশনের পর।
ইতোমধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) অক্ষাংশে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ার কেনেডি স্পেস সেন্টার থেকে SpaceX Falcon 9 রকেটে ‘Axiom Mission 4’-এর মাধ্যমে প্রস্থান করবে তিনি। মহাকাশ বিজ্ঞান ও গবেষণায় ভারতের অবদানে এই পদক্ষেপকে “নাসা-ISRO যৌথতার” এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
লখনউতে অবস্থিত শুক্লা পরিবারের পক্ষ থেকে খবর অনুযায়ী, মা আশা শুক্লা সংবাদসংস্থাকে জানিয়েছেন, “ছেলের সাফল্য দেখে গর্ব অনুভব করছি”।