Select language to read news in your own language

বাজারে নতুন নোট, ডিজাইন বিভ্রান্তিতে ঝামেলায় জনতা, বিপাকে লেনদেন


ঈদ উৎসবের আগে বাজারে এসেছে নতুন ডিজাইনের ২০, ₹৫০ এবং ৫০০০ টাকার নোট। ডিজাইন ও প্রযুক্তিগত দিক থেকে নতুনত্ব থাকলেও এই নোটগুলিকে ঘিরে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। অভিযোগ, বহু দোকানদার এবং এটিএম মেশিন এই নতুন নোট নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এর ফলে দৈনন্দিন লেনদেনে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

নতুন ডিজাইনের কারণে কেউ কেউ নোটকে জাল বলে মনে করছেন, আবার কেউ এর আসল বা নকল যাচাই করতে না পেরে নিতে চাইছেন না। ডিজাইন স্বীকৃত হলেও সংশ্লিষ্ট সরকারি প্রচারের অভাবেই জনগণের মধ্যে এই বিভ্রান্তি ছড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অর্থনীতিবিদদের মতে, নতুন ডিজাইন চালু করবার আগে আরও ব্যাপক প্রচার ও এটিএম মেশিনগুলোর আপডেট করা প্রয়োজন ছিল। নচেত দেশের আর্থিক লেনদেনে বারবার এমন ধাক্কা লাগবে।

সংশ্লিষ্ট মহলের দাবি, খুব দ্রুত যদি সচেতনতামূলক প্রচার এবং এটিএমের প্রযুক্তিগত আপগ্রেড করা না হয়, তাহলে এই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। ads banner


ads banner

Bangla eDaily to resume soon