Select language to read news in your own language

‘হাউসফুল ৫’ পেল U/A সার্টিফিকেট, কিছু দৃশ্য বাদ দিয়ে মুক্তির পথে


বহুল প্রতীক্ষিত বলিউড কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’ অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ছবিটিকে U/A 16+ সার্টিফিকেট দিয়েছে, তবে কিছু আবশ্যিক কাট ও পরিবর্তনের পরেই এই অনুমোদন মেলে।

ছবিটির পরিচালনায় রয়েছেন তারুন মাংশুখানি এবং প্রযোজক হিসেবে আছেন সাজিদ নাডিয়াডওয়ালা। প্রযোজক সংস্থা জানিয়েছে, CBFC’র নির্দেশ অনুযায়ী কিছু সংলাপ ও দৃশ্য সামান্য সম্পাদনা করে ছবিটিকে আরও উপযুক্ত করে তোলা হয়েছে তরুণ দর্শকদের জন্য।

‘হাউসফুল’ সিরিজের এটি পঞ্চম কিস্তি, এবং এবারও থাকছে তারকাবহুল কাস্ট ও মজার ঘটনাবহুল চিত্রনাট্য। ছবির ট্রেলার ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে এবং দর্শকমহলে উন্মাদনা তৈরি করেছে।

‘হাউসফুল ৫’ মুক্তি পাচ্ছে আগামী ৬ জুন, এবং এই সিদ্ধান্তের ফলে এখন আর কোনো আইনি বা সেন্সরজনিত বাধা নেই। ছবির নির্মাতারা আশা করছেন, এই কমেডি সিনেমা এবারের গ্রীষ্মে বক্স অফিসে ভালো সাড়া ফেলবে।

সিনেমাপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি রিলিজ-যোগ্য ফ্যামিলি এন্টারটেইনার, যা হাসির ছলে ভরিয়ে দেবে প্রেক্ষাগৃহ।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon