Select language to read news in your own language

সমাজকে উলঙ্গ করলে, শিক্ষক তো তার বাইরে নয়

নরেন্দ্রনাথ কুলে 


এই কলকাতা শহর সহ দেশ এক অভিনব আন্দোলন দেখল । সমাজ গঠনে যাঁদের ভূমিকা আজও অস্বীকার করা যায় না, সেই শিক্ষক সমাজ আজ বাংলার পথে উলঙ্গ । যদিও একটি শ্রেণী যারা রাজনৈতিক ক্ষমতাবলে শিক্ষকদের হেয় করে, ডাক্তারদের হেয় করে, তারা শুধু হেয় করেই ক্ষান্ত হন না শিক্ষক ও ডাক্তারদের নিষ্ঠা ও সততা নিয়েও প্রশ্ন তুলতে দ্বিধা করে না । এ সম্পর্কে বিতর্ক শুধু কি ডাক্তার এবং শিক্ষকদের নিয়ে ? কিন্তু আজকের এই সময়ে সততা ও নিষ্ঠার প্রশ্নে রাজনৈতিক ব্যক্তিত্বদের অধিকাংশই কি তার ঊর্ধ্বে ? এ কথা রাজনৈতিকভাবে কেউ কি স্বীকার করতে পারে ? বিশেষ করে যারা ক্ষমতার মিউজিকাল চেয়ারে ঘুরে চলেছে । আজকে ক্ষমতা রাজনীতির অলিন্দে সততা ও আদর্শ যদি না থাকে, তাহলে সেই রাজনীতি শুধু ডাক্তার এবং শিক্ষকদের হেয় করে না, সেই রাজনীতি মানুষকেও হেয় করে । তাই মানুষকে অভুক্ত অবস্থায় বেঁচে থাকতে হয়, কর্মহীন মানুষের সংখ্যা বাড়তে থাকে । বাজার অগ্নিমূল্য । দরিদ্র মানুষের সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থার চেহারা বিপন্ন। প্রকৃত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই দরিদ্র জনসাধারণ । এগুলো নিয়ে ক্ষমতা রাজনীতির তর্কে বিতর্কে দোষারোপের পরিসংখ্যান এমনভাবে খাড়া করতে চায় সেখানে কেউই নিজেরটা দিয়ে নয় অন্যের দিকে আঙুল দেখিয়ে জেতার চেষ্টা থাকে মাত্র । তবে আজকে বাংলার শিক্ষক সমাজকে যদি এই ক্ষমতার কাছে উলঙ্গ হতে হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কোন পর্যায়ে রয়েছে তা কি বলে দেয় না ! 
মানুষ কেবল নির্বাচন করার অধিকার হয়তো পায় । কিন্তু সেই অধিকার আবার সব জায়গায় প্রয়োগ করতেও পারে না, বা তাদের প্রয়োগ করতে দেওয়া হয় না । এটা আর অজানা নেই আজ । মানুষের অধিকার বলতে এটুকুই। তারপর নির্বাচিত বাবুরা করে দাপটের সাথে ক্ষমতাভোগ । ক্ষমতার অপব্যবহার যে যত বেশি করতে পারে সেই সবথেকে বেশি আজ ক্ষমতাবান । সেই ক্ষমতার জোরে মানুষকে বশে রাখার জন্য শক্তিশেল প্রয়োগ করে । কিংবা মানুষকে কোনভাবে নিস্তেজ করার কৌশল করতে হয় অবিরত । এই কৌশলে শিক্ষককে উলঙ্গ করতে হয় করতে হবে । সমাজকে উলঙ্গ করে রাখলে সেই উলঙ্গ ঢাকতে যখন সকলে ব্যস্ত হয়ে পড়ে, তখন শিক্ষকদের উলঙ্গ করে দিলে সেই সমাজ ভাববে কেন ? আজকের রাজনৈতিক ক্ষমতা ভোগ করতে গেলে সমাজের উলঙ্গ চেহারাটাই তো ওদের কাম্য । 

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: