Select language to read news in your own language

লিভারপুলে জেরেমি ফ্রিমপং, ১০৫ মিলিয়নে উইর্টজের জন্য বিশাল প্রস্তাব


ইউরোপীয় ফুটবলে জমে উঠেছে গ্রীষ্মকালীন স্থানান্তর বাজার। এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল লিভারপুল। ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা বায়ার লেভারকুসেন থেকে জেরেমি ফ্রিমপং-কে দলে ভেড়াতে চুক্তি সম্পন্ন করেছে। ডান দিকের এই উইং-ব্যাক লিভারপুলে এসে নতুন ভূমিকায় দারুণ পারফর্ম করতে পারেন বলে আশা করা হচ্ছে।

ফ্রিমপং-এর আক্রমণাত্মক খেলা এবং গতি লিভারপুলের ডিফেন্স ও মিডফিল্ডে নতুন ছন্দ এনে দিতে পারে। কোচের পরিকল্পনায় তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এছাড়াও, ক্লাবটি আরও চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে—লেভারকুসেনের আরেক তরুণ তারকা ফ্লোরিয়ান উইর্টজ-এর জন্য তারা ১০৫ মিলিয়ন পাউন্ডের বিশাল প্রস্তাব দিয়েছে। ২১ বছর বয়সি এই মিডফিল্ডারকে ইউরোপের একাধিক বড় ক্লাব নজরে রেখেছে, তবে লিভারপুল এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার চেষ্টা করছে।

ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দুই প্রতিভাবান জার্মান-লিগ তারকার সম্ভাব্য একত্রে লিভারপুলে খেলার সুযোগের জন্য। এখন দেখার বিষয়, লিভারকুসেন উইর্টজকে ছাড়বে কি না।

লিভারপুলের এমন আগ্রাসী পদক্ষেপ নতুন মৌসুমে দলটিকে আরও শক্তিশালী করে তুলবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon