Select language to read news in your own language

COVID-19! ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, ৪ নতুন আক্রান্তের হদিস বাংলায় 



বিষয়া ভৌমিক 

মাথাচাড়া দিচ্ছে করোনা ফের ভাইরাস (COVID-19)।  নতুন করে ৪ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে বাংলায় ।  রবিবার অর্থাৎ ২৫শে মে সন্ধ্যা পর্যন্ত  রাজ্যে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ১১ জন। সোমবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা, তবে স্বস্তির খবর সকলেরই উপসর্গ মৃদু পর্যায়ে রয়েছে ।

অপরদিকে , গত কয়েকদিনে দেশের একাধিক রাজ্যেও  লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  এখনও পর্যন্ত এই সংখ্যা হাজার ছাড়িয়েছে দেশে । সোমবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১,০০৯ জন। গত ১৯ মে তারিখে এই সংখ্যা ছিল ২৫৭, যেখানে  মহারাষ্ট্রে (Maharashtra), তামিলনাডু (Tamilnadu) এবং কেরালায় (Kerala)  আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কেরলে এখনও পর্যন্ত আক্রান্ত ৪৩০, দিল্লিতে ১০৪ ও মহারাষ্ট্রে ২০৯। চলতি মরশুমে কোভিডের কারণে মৃত্যুর সংখ্যা ৭।

কোভিডের এই নয়া সংক্রমণের মধ্যেই জানা গিয়েছে, ভারতে খোঁজ মিলেছে এই সংক্রমণের নতুন প্রজাতির । গত শনিবার এলএফ.৭  এবং এনবি.১.৮.১ -এর চার ধরনের প্রজাতির খোঁজ মিলেছে। 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: