Select language to read news in your own language

এপ্রিল মাসে ধাক্কা ভারতের শিল্প উৎপাদনে, প্রবৃদ্ধি নেমে ২.৭%


ভারতের শিল্পোৎপাদন প্রবৃদ্ধি এপ্রিল মাসে নেমে এসেছে ২.৭ শতাংশে, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। জাতীয় পরিসংখ্যান দপ্তরের প্রকাশিত তথ্যে দেখা গেছে, খনন খাতে সংকোচন এবং বিদ্যুৎ উৎপাদনে মন্থর গতির ফলে এই ধীরগতি দেখা দিয়েছে।

খনন খাতে প্রত্যাশিত উৎপাদন না হওয়ায় শিল্প খাতের সামগ্রিক গতিতে প্রভাব পড়েছে। বিদ্যুৎ খাতেও প্রবৃদ্ধি কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।

তবে ইতিবাচক দিক হচ্ছে, ভারতের উৎপাদনশীলতা নির্ভরশীল প্রধান খাত— উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাত বছরে বছরে ৩.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা অর্থনীতির পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ধীরগতি সাময়িক হতে পারে এবং আগামী মাসগুলোতে মৌসুমি চাহিদা ও সরকারী বিনিয়োগ বৃদ্ধির ফলে শিল্প খাত ঘুরে দাঁড়াতে পারে।

সরকার ইতিমধ্যেই অবকাঠামো ও শক্তি খাতে নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছে, যা উৎপাদন এবং বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং রপ্তানি হ্রাস শিল্প খাতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার ও আরবিআই’র পক্ষ থেকে নীতিগত হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon