Select language to read news in your own language

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ভারতের প্রথম সোনা জিতলেন গুলবীর সিং


ভারতের অ্যাথলেটিক্স ইতিহাসে যুক্ত হলো আরেকটি গর্বের অধ্যায়। গুলবীর সিং ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতে নিলেন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ। সময় নেন ২৮ মিনিট ৩৮.৬৩ সেকেন্ড—যা প্রতিযোগিতায় সেরা সময়।

এই জয় ভারতের জন্য ২০২৫ সালের চ্যাম্পিয়নশিপে প্রথম সোনার পদক এবং গুলবীর সিংয়ের কেরিয়ারের অন্যতম বড় অর্জন। তার অসাধারণ ধৈর্য, কৌশল ও গতি গোটা দৌড়জুড়েই নজর কেড়েছে।

চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গিয়ে এই সাফল্য অর্জন করেন গুলবীর। তার এই সোনাজয় ভারতের ক্রীড়ামহলে উদ্দীপনার সঞ্চার করেছে এবং আগামী অলিম্পিক প্রস্তুতিতে নতুন প্রেরণা জুগিয়েছে।

ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন গুলবীরের প্রশংসা করে জানিয়েছে, "এই সাফল্য আমাদের জন্য দারুণ গর্বের। গুলবীর প্রমাণ করে দিয়েছেন যে ভারতীয় দৌড়বিদরাও এশিয়ার সেরা হতে পারেন।"

দেশ জুড়ে গুলবীরের এই সাফল্যে অভিনন্দন জানাচ্ছেন ক্রীড়াপ্রেমী ও বিশেষজ্ঞরা। পরবর্তী ইভেন্টে তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবেন সকলে।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: