Select language to read news in your own language

গাজা-ইসরায়েল সংঘর্ষ তীব্রতর, তেল আভিভে হামাসের রকেট হামলা – মানবিক সঙ্কটের আশঙ্কা


ইসরায়েল ও গাজার মধ্যে চলমান সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় তাদের সামরিক অভিযান আরও প্রসারিত করেছে, অন্যদিকে হামাসও ইসরায়েলের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে রাজধানী তেল আভিভ লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার অভ্যন্তরে তারা "সুনির্দিষ্ট সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে অপারেশন" চালাচ্ছে। পাল্টা জবাবে, হামাস দাবি করেছে যে তারা "ইসরায়েলি আগ্রাসনের" বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে, গাজা উপত্যকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। লাগাতার বিমান হামলার ফলে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। জলের সংকট, খাদ্যের ঘাটতি ও চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো।

তেল আভিভে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশ কয়েকটি রকেটকে প্রতিহত করলেও কয়েকটি রকেট বসতি এলাকাতেও আঘাত হানে বলে সূত্রের খবর।

বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

এই পরিস্থিতিতে কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত না দেওয়ায় সংঘর্ষ আরও দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon