সোমনাথ চৌধুরী
মাসখানেক অতিক্রান্ত হয়ে গিয়েছে পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) । তা ও রেশ পুরোপুরি কাটেনি এই ঘটনার । ভূ-স্বর্গে এখনও অধরা হামলাকারী জঙ্গিরা । চিরুনি তল্লাশি চালিয়েও তাঁদের কোনও সন্ধান মেলেনি। হামলাকারীরা এখন কোথায়? তাদের অবস্থান এখনও জানা যায়নি, মন্তব্য তৃণমূল (Trinamool Congress) সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। সেই কারণে এবার সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিলেন সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে ঘাসফুল শিবিরের সাংসদরা।
সন্ত্রাসবাদী হামলায় সাধারণ মানুষ বারবার প্রাণ হারাচ্ছে । দেশের গোয়েন্দা বিভাগ সক্রিয় কেন থাকবে না? স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন এই পরিস্থিতি? পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছিল খোঁজ মেলেনি তাদের এখনও । সেই কারণে এই নিয়ে তৃণমূলের সাংসদরা মনে করছে সংসদে দ্রুত অধিবেশন ডাকা দরকার।
মঙ্গলবার জোড়াফুল শিবিরের সাংসদদের উপস্থিতিতে বৈঠক হয়েছে, সেখানে বেশ কিছুক্ষণ চর্চা হয়। আলোচনা শেষে পুরনো সংসদের সেন্ট্রাল হলের উদ্দেশে বেরিয়ে পড়েন তাঁরা, ফের সেখানে গিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী জানা যায়, লোকসভার অধ্যক্ষ ও সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে তৃণমূল (TMC) সাংসদদের একটি প্রতিনিধিদল দেখা করতে পারেন।
এদিন কাকলি ঘোষ দস্তিদার বলেন, 'পহেলগাঁওয়ের হামলাকারীরা আজ কোথায়? এখনো ধরা যায়নি তাদের , তারা আছে কোথায় সেটাও জানা যায়নি। সেই কারণে সংসদের বিশেষ অধিবেশন ডাকা উচিত, এটা ভীষণ প্রয়োজনীয়। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছি তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে, "চিন্তার হয়ে উঠেছে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়" ।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী , এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) নেতৃত্বে বৈঠক শেষে তৃণমূল সাংসদদের দল অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। তাঁদের বক্তব্য, পাকিস্তানে প্রত্যাঘাতের প্রসঙ্গে তৃণমূল কেন্দ্রের পাশে ছিল । তবে কেনো গোয়েন্দা বিভাগের ব্যর্থতা দেখা গেল পহেলগাঁওয়ের ঘটনায় ? কেন ধরা যাচ্ছে না হামলাকারীদের ?
উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পর একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে কেন্দ্রের পাশে ছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তবে পহেলগাঁওয়ের ঘটনা কেনও ঘটলো ? গোয়েন্দা বিভাগ ব্যর্থ হল কেন ? এখন কোথায় হামলাকারীরা ? এই সমস্ত ইস্যুতে ঘাসফুল শিবিরের সাংসদরা মনে করছেন সংসদে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা রয়েছে । ইতিমধ্যেই তাঁরা এই দাবিতে প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন।