Select language to read news in your own language

VOLVO - র পর NBSTC - র AC বাস ধামাকা! উত্তরবঙ্গের ৪ রুটে NBSTC চালু করছে AC বাস



 বিষয়া ভৌমিক 

আর কয়েক ঘন্টার অপেক্ষা, উত্তরবঙ্গের মানুষ সহজেই দিঘার জগন্নাথধাম পরিদর্শন করতে আসতে পারবেন । বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (VOLVO BUS) । এই সুখবরের মধ্যেই আরও এক বড়সড় ঘোষণা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা । প্রাপ্ত খবর অনুযায়ী জানা যাচ্ছে, উত্তরবঙ্গের আরও ৪ টি নতুন রুটে এসি বাস পরিষেবা (NBSTC AC BUS) চালু করার কথা ঘোষণা করা হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে। প্রচন্ড গরমেও সাধারণ মানুষের ভ্রমণের সুবিধার্থে আগামী ১৫ই জুন থেকেই এসি বাস (AC BUS) পরিষেবার সুবিধা দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কর্তৃপক্ষ।

আগেই কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে এসি বাস (AC BUS) চললেও অভাব ছিল রক্ষণাবেক্ষণের। ফলস্বরূপ পরিষেবা বন্ধ করতে বাধ্য হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্তৃপক্ষ। দীর্ঘ দিন এই পরিষেবা বন্ধ রাখার পর, এবার  জনসাধারণের জন্য সেই পুরনো ৩টি পুরোনো বাস মেরামত করা হল, সেই সঙ্গে আরও ১ টি নতুন বাস নিয়ে মোট ৪ টি বাস চলবে চার রুটে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কতৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ই জুন থেকে কোচবিহার থেকেশিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি এবং রায়গঞ্জ থেকে শিলিগুড়ি এই ৪ রুটে এসি বাস(AC BUS) পরিষেবা চালু হতে চলেছে।

আর এখানেই শেষ নয়,  আরও কিছু রুটে এসি বাস পরিষেবা চালু হবে আগামী দিনে বলে আশ্বাস দিয়েছেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি বলেন, ' এটি সাধারণ মানুষের দাবি ছিল দীর্ঘ দিন ধরেই , এ বার পূরণ হতে চলেছে সেই দাবি । এর আগেও কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা চালু ছিল। কিন্তু বাস খারাপ হয়ে যাওয়ার ফলে মাঝে কয়েক বছর বন্ধ রাখা হয় পরিষেবা । দূরপাল্লার যাত্রীদের কথা মাথায় রেখেই তীব্র গরমে একটু স্বস্তি দিতেই আমাদের এই পদক্ষেপ।'

প্রসঙ্গত উল্লেখ , উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন কর্পোরেশন দিঘার জগন্নাথ ধামের সাথে সংযুক্ত করে নতুন ভলভো বাস পরিষেবা চালু করতে চলেছে।এই পরিষেবা আগামী ২৮শে মে জলপাইগুড়ি থেকে চালু হবে । ১৫ই জুন পর্যন্ত বাস  ভাড়ায় ২৫ শতাংশ বিশেষ ছাড় পাওয়া যাবে। বৃহস্পতিবার  সাংবাদিক সম্মেলনে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় উক্ত ঘোষণা করেছেন। প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে, উত্তরবঙ্গের ছয়টি প্রধান শহর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা  থেকে সপ্তাহে দুদিন ভলভো বাসগুলি কলকাতা হয়ে দিঘা চলাচল করবে। 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon