Select language to read news in your own language

ভারতের নবীকরণযোগ্য শক্তি ক্ষমতা পৌঁছালো ২৩২ গিগাওয়াটে, সোলার হাবে পরিণত অন্ধ্রপ্রদেশ


ভারতের নবীকরণযোগ্য শক্তি খাতে এক নতুন মাইলফলক স্পর্শ করল দেশ। দেশের মোট নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়াল ২৩২ গিগাওয়াটে (GW)। এই সাফল্যের মধ্য দিয়ে ভারত আরও একধাপ এগিয়ে গেল বিশ্বের অন্যতম বৃহৎ রিনিউএবল এনার্জি হাব হয়ে ওঠার পথে।

বিশেষভাবে, অন্ধ্রপ্রদেশ উঠে এসেছে ভারতের “সোলার পাওয়ার হাব” হিসেবে। রাজ্যটিতে উল্লেখযোগ্য হারে বিনিয়োগ করেছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় শক্তি সংস্থা — যেমন: Jupiter Renewables, Tata Power, Waaree Energies, Vikram Solar

পরিবেশবান্ধব শক্তি ব্যবস্থায় রূপান্তর আনতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলো একাধিক প্রকল্প গ্রহণ করেছে। জাতীয় সৌর মিশন, উজ্জ্বল ভারত অভিযান, ও প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিম renewable energy-তে বেসরকারি বিনিয়োগ টানতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক শক্তি সংস্থার (IEA) মতে, ভারত এখন নবীকরণযোগ্য শক্তি ব্যবহারে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। জ্বালানি নির্ভরতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারতের এই অগ্রগতি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে।

সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা। এই লক্ষ্য পূরণের পথে এই ২৩২ গিগাওয়াটের সাফল্য এক দৃঢ় ভিত্তি তৈরি করল।

সবুজ শক্তির পথে ভারত, পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এক সাহসী পদক্ষেপ।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: