Select language to read news in your own language

'যোগ্য' শুধু নয় 'অযোগ্য'রাও পাবেন চাকরির সুযোগ! ঘোষণা মমতার




সোমনাথ চৌধুরী

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কান্ডে চাকরিহারাদের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি।সেই সাথে একাধিক ঘোষণা করেন নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৩১ মে-র মধ্যে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো । সেই সঙ্গে ' অযোগ্য'দের নিয়েও বড় বার্তা দেন তিনি।

 ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট। সেই সাথে শীর্ষ আদালত এও জানিয়েছে, 'চিহ্নিত অযোগ্য'রা নিয়োগ প্রক্রিয়াতেও অংশ নিতে পারবেন না ও তাঁদের বেতন ফেরত করতে হবে । গতকাল মুখ্যমন্ত্রী 'চিহ্নিত অযোগ্য'প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, যাদের বেতনের টাকা ফেরত দিতে বলা হয়েছে ও যাদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা যোগ দিতে পারেন শিক্ষা দফতরে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, এদিন মুখ্যমন্ত্রী নতুন নিয়োগের (SSC Recruitment) জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করার পাশাপাশি বুঝিয়ে দেন, 'চিহ্নিত অযোগ্য'দের সামনে বেশ কিছু রাস্তা খোলা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 'যারা বাতিল হয়ে গিয়েছেন… তাঁদের বলা হয়েছে, এই পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু তাঁরা যোগ দিতেই পারেন অন্য দফতরে, আদালত সেটাও বলে দিয়েছে'।
মুখ্যমন্ত্রীর কথায়, 'যাদের চাকরি বাতিল করা হয়েছে ও যাদের বেতনের টাকা ফেরত দিতে বলা হয়েছে, এদের মধ্যে অনেক শিক্ষক রয়েছেন… ওনারা শিক্ষা দফতরেও যোগ দিতে পারেন। তাছাড়া আরও তিন-চারটে দফতরের বিকল্প দেব, তবে সেটা আমরা আলাদা করে নোটিফিকেশন জারি করব'।

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম নির্দেশ মতো বিজ্ঞপ্তি জারি করা হলেও রিভিউর পথও খোলা রয়েছে। 'নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করব'। রিভিউতে যদি ভালো ফল পাই, তাহলে সেটা গ্রহণ করব'। 

অপরদিকে চাকরিহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ, রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে,তার সাথে পরীক্ষা দেব না এটা বললে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'সবাইকে বলব, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অপশন এক ও অপশন দুই দু'টোই কাজে লাগান। আপনারা পরীক্ষা না দিলে ওরিভিউ পিটিশন করে বিচার না পাওয়া গেলে  আর চাকরি পাওয়ার সুযোগ থাকবে না'।
 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon