Select language to read news in your own language

রাতের আকাশে রহস্যময় আলো, চাঞ্চল্য গোটা জেলা জুড়ে



সোমনাথ চৌধুরী 

রাতের আকাশে রহস্যময় আলোর দেখা মিলছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে।বিভিন্ন প্রান্তে একঝাকে তারা খসার মতো রহস্যময় আলো দেখা যাচ্ছে বলে জল্পমা ছড়িয়েছে গোটা জেলায়।যাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে সমগ্র জেলাজুড়ে। 

জেলার শেষ প্রান্তে অবস্থিত হরিরামপুর থেকে  শুরু করে সীমান্তবর্তী এলাকা বালুরঘাট সহ হিলির আকাশেও দেখা গিয়েছে রহস্যময় আলোর বস্তু।যদিও বা  পুলিস সহ  জেলা প্রশাসনের কাছেও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই রহস্যময় আলো নিয়ে। এমনকি কোন তথ্য নেই বিএসএফের কাছেও।

অপারেশন সিন্দুরের পর উত্তাল পরিস্থিতি সীমান্তবর্তী এলাকায়, একদিকে পাকিস্তান অন্য দিকে ইউনূসের বাংলাদেশ ,ভারতকে নিচু করতে মরিয়া দুই প্রতিবেশী। দঃদিনাজপুর জেলা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা।সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ  জেলার আকাশে পূর্ব দিক থেকে পশ্চিম দিক মূখী  সারি সারি রহস্যময় আলো পরিলক্ষিত হয়।

এখন জেলার বাসিন্দাদের মনে প্রশ্ন রাতের আকাশে রহস্যময় আলোগুলো কিসের ছিল! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে।  
ads banner


ads banner

Bangla eDaily to resume soon