সোমনাথ চৌধুরী
রাতের আকাশে রহস্যময় আলোর দেখা মিলছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে।বিভিন্ন প্রান্তে একঝাকে তারা খসার মতো রহস্যময় আলো দেখা যাচ্ছে বলে জল্পমা ছড়িয়েছে গোটা জেলায়।যাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে সমগ্র জেলাজুড়ে।
জেলার শেষ প্রান্তে অবস্থিত হরিরামপুর থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকা বালুরঘাট সহ হিলির আকাশেও দেখা গিয়েছে রহস্যময় আলোর বস্তু।যদিও বা পুলিস সহ জেলা প্রশাসনের কাছেও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই রহস্যময় আলো নিয়ে। এমনকি কোন তথ্য নেই বিএসএফের কাছেও।
এখন জেলার বাসিন্দাদের মনে প্রশ্ন রাতের আকাশে রহস্যময় আলোগুলো কিসের ছিল! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে।