Select language to read news in your own language

নরওয়ে চেস টুর্নামেন্টে কার্লসেনের কাছে হারলেন গুকেশ, চমক দেখালেন অরবিন্দ ও অর্জুন


নরওয়ে চেস টুর্নামেন্টে ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশকে পরাজিত করলেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। এই পরাজয়ে গুকেশের শিরোপা দৌড়ে বড় ধাক্কা লাগে।

এর আগে একই টুর্নামেন্টের চ্যালেঞ্জার্স বিভাগে আর প্রাগানানন্দা হেরে যান fellow Indian গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিথাম্বারামের কাছে, যা ছিল এক চমকপ্রদ জয়।

অন্যদিকে, আরেক ভারতীয় দাবাড়ু অর্জুন এরিগাইসি পূর্ববর্তী এক ম্যাচে গুকেশকে হারিয়ে নজর কাড়েন দাবাজগতের।

এই সব ম্যাচেই ভারতীয় দাবাড়ুরা নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন, যদিও গুকেশের হারের ফলে তাঁর চ্যাম্পিয়নশিপ সম্ভাবনায় ভাটা পড়েছে।

বিশ্লেষকদের মতে, ভারতীয় দাবার নতুন প্রজন্ম যেমন অর্জুন, প্রাগানানন্দা ও অরবিন্দ নিজেদের সক্ষমতা দেখিয়ে চলেছেন আন্তর্জাতিক অঙ্গনে।

এখন দেখার বিষয়, কার্লসেনের ধারাবাহিকতা ও ভারতীয় তরুণদের পারফরম্যান্স টুর্নামেন্টের শেষপর্যায়ে কী মোড় নেয়।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: