অ্যাকশনপ্রেমী দর্শকদের প্রত্যাশা মতোই দুর্দান্ত কামব্যাক করল বাঘি ৪। টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত ও হরনাজ সান্দু অভিনীত এই ছবিটি মুক্তির নবম দিনে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। শনিবার একদিনেই উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়ে ছবিটির আয় ছুঁয়েছে প্রায় ৪৭ কোটি টাকা, যা প্রতিযোগিতায় থাকা একাধিক ছবিকে পেছনে ফেলে দিয়েছে।
অভিনয়, মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স আর টায়গারের অনবদ্য স্ক্রিন প্রেজেন্স দর্শকদের আবারও টেনে নিয়ে গেছে প্রেক্ষাগৃহে। ছবির প্রথম সপ্তাহ কিছুটা ধীরগতিতে চললেও, সপ্তাহান্তের প্রবল চাহিদা বাঘি ৪-কে নতুন করে গতি দিয়েছে। একইসঙ্গে সঞ্জয় দত্তের দৃঢ় চরিত্র আর মিস ইউনিভার্স খেতাবজয়ী হরনাজ সান্দুর বলিষ্ঠ আত্মপ্রকাশও ছবিকে দিয়েছে বাড়তি মাত্রা।
শিল্পমহলের মতে, এই প্রবল সাফল্য বাঘি সিরিজকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একদিকে যেমন The Bengal Files-এর সংগ্রহকে ছাড়িয়ে গেছে ছবিটি, তেমনি আবারও প্রমাণ করেছে, ভারতীয় দর্শকরা এখনও অ্যাকশনধর্মী ছবির জন্য অস্থির হয়ে ওঠে। সব মিলিয়ে বলিউডে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে টাইগার শ্রফের বাঘি ৪।

