সোমনাথ চৌধুরী :
কলকাতা হাইকোর্টের নির্দেশ আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে ১২৪১ জন চাকরিপ্রার্থীর।এমনই নির্দেশ দিল উচ্চ আদালতের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।অভিযোগ ,আটবার কাউন্সেলিংয়ের পরেও এখনও ১২৪১ জন চাকরি পান নি।
নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল এক বছর আগেও।অভিযোগ, তারপরেও নিয়োগ করেনি এসএসসি (SSC)।আর এনিয়ে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত।এবার উক্ত মামলাতেই এই নির্দেশ কলকাতা হাইকোর্টের।এদিকে ২০১৫ সালে পরীক্ষা হয়েছিল।তারপর থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির এই শূন্যপদে দীর্ঘ ১০ বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলেছে।কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও অধরা।
অপরদিকে, একটা দিন মধ্যেই ফের পরীক্ষা হতে চলেছে নবম-দশম ও একাদ্বশ - দ্বাদশ এর যে ২৬ হাজারের প্যানেল বাতিল হয়েছে তার।নবম-দশমের চাকরিপ্রার্থীরা পরীক্ষায বসতে চলেছেন ৭ তারিখ।অপরদিকে ১৪ই সেপ্টেম্বর পরীক্ষায় বসতে চলেছেন একাদশ - দ্বাদশের চাকরিপ্রার্থীরা।এরই মাঝে আবার এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে।গ্রুপ ডি-র শূন্যপদ ৫,৪৮৮ ও গ্রুপ সি-র ক্ষেত্রে ২,৯৮৯ শূন্যপদে।