পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অর্থনীতিকে নতুন গতি দিতে লজিস্টিকস খাতকে শিল্পের মর্যাদা দিয়েছে। একইসঙ্গে, অনুমোদন দেওয়া হয়েছে প্রায় ২০০ একর জমিতে একটি আধুনিক লজিস্টিকস করিডর গড়ে তোলার পরিকল্পনাকে। সরকার মনে করছে, এই সিদ্ধান্ত রাজ্যে বিনিয়োগ টানার পাশাপাশি পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।
লজিস্টিকস খাত এতদিন অবকাঠামোগত সেবার আওতায় থাকলেও শিল্প মর্যাদা পাওয়ায় এখন তা বিশেষ সুবিধা ও নীতিগত সহায়তা পাবে। ফলে বিভিন্ন সংস্থা সহজে জমি, ঋণ ও ট্যাক্স সুবিধা গ্রহণ করতে পারবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগ কর্মসংস্থানের ক্ষেত্রেও বড়সড় অবদান রাখবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই লজিস্টিকস করিডর রাজ্যের শিল্পভিত্তি আরও শক্ত করবে এবং পূর্ব ভারতের বাজারে পশ্চিমবঙ্গকে একটি বড় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। সরকারের দাবি, এই পদক্ষেপ ভবিষ্যতে রপ্তানি-আমদানি ও সরবরাহ ব্যবস্থাকে বিশ্বমানের পরিকাঠামো দিয়ে সমৃদ্ধ করবে।