সাতসকাল নিউজ :
১৩ সেপ্টেম্বর মুম্বইয়ে এক অনুষ্ঠানে বলিউড সুপারস্টার আমির খান সরব হলেন অতিরিক্ত খরচের সংস্কৃতি নিয়ে। তাঁর অভিযোগ, আজকাল অনেক তারকা এবং নতুন প্রজন্মের অভিনেতারা সেটে শুটিংয়ের চেয়ে বেশি ব্যস্ত থাকেন বিলাসবহুল ভ্যানিটি ভ্যান ও স্টাফদের সুবিধা নিশ্চিত করতে। একাধিক ভ্যান, বাড়তি স্টাফ, বিশেষ সুবিধা—এসব দাবিকে তিনি ‘অপ্রয়োজনীয় বাড়াবাড়ি’ বলেই ব্যাখ্যা করেছেন।
আমিরের মতে, তারকারা যখন কোটি কোটি টাকা উপার্জন করেন, তখন তাঁদের অতিরিক্ত এই দাবি প্রোডাকশন টিমের উপর অযথা চাপ ফেলে। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই “ডিমান্ড কালচার” আসলে সিনেমা তৈরির মূল প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং বাজেটের ভারসাম্য নষ্ট করছে। ফলে প্রযোজক থেকে শুরু করে পুরো টিমকে অস্বস্তির মধ্যে কাজ করতে হচ্ছে।
তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বলিউডে নতুন বিতর্কের সূচনা হয়েছে। কেউ কেউ আমিরের বক্তব্যকে সমর্থন করে বলছেন—সময় এসেছে খরচ নিয়ন্ত্রণের, আবার অনেকে মনে করছেন তারকাদের ব্যক্তিগত চাহিদা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে একথা মানতেই হবে, আমির খানের এই খোলামেলা মন্তব্য ইন্ডাস্ট্রিতে এক নতুন আলোচনার দরজা খুলে দিয়েছে।

