নরেন্দ্রনাথ কুলে
গত শনিবার লন্ডনে অভিবাসন-বিরোধী মিছিল হিংসাত্মক রূপে দেখা গেল । এক লাখের বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করেছে । অ-শ্বেতাঙ্গদের আইনি সুরক্ষা শ্বেতাঙ্গদের থেকে বেশি বলে অভিযোগ করেছেন উগ্র জাতীয়তাবাদী দক্ষিণপন্থী নেতা রবিনসন । তাঁরই আহ্বানে এ মিছিল মহামিছিলের রূপ নেয় বলে খবরে প্রকাশ । তবে এই মিছিলের সমর্থনে ফ্রান্সের দক্ষিণপন্থী নেতা এরিক জেমু এবং জার্মান নেতা পেটর বেস্ট্রন উপস্থিত ছিলেন । তাঁদের অভিযোগ, সারা ইউরোপজুড়ে শ্বেতাঙ্গদের সরিয়ে অ-শ্বেতাঙ্গরা জায়গা করে নিচ্ছে । এর মদতে নাকি বিশেষ ভাবধারা মানে বামপন্থার মানুষজন আছেন বলেও তাঁদের অভিযোগ । আমেরিকার ধনকুবের ইলন মাস্ক আবার এই অভিযোগের উপর জোরালোভাবে মোহরছাপ দিয়েছে । তাঁর মতে, দেশের মানুষের ভোট যাতে না পায় তাই বামপন্থীদের কাজ নাকি বিদেশ থেকে লোক আনা । এমনভাবে চললে নাকি ব্রিটেন দেশটা ধ্বংসের পথে চলে যাবে । মাস্কের এই কথায় স্পষ্ট হয় যে তিনি আমেরিকার বর্ণবৈষম্যের কট্টর সমর্থক ।
ব্রিটেনে লেবার পার্টির সরকার মানেই কি বামপন্থার সরকার ? পার্টির সাথে লেবার, বাম শব্দ জুড়ে থাকলে বামপন্থা হবেই তা কি বলা যায় ? তবে বামপন্থা কৃষক, শ্রমিক, সর্বহারার কথা বলে । এই কথা শ্বেতাঙ্গদের কথা নয় তাহলে । কৃষক, শ্রমিক, সর্বহারা শ্রেণীর মধ্যে শ্বেতাঙ্গরা পড়ে না তাহলে । এ শ্রেণীতে কেবল অ-শ্বেতাঙ্গরা ? উগ্র জাতীয়তাবাদীরা দেশে দেশে বিভাজনের নানা খেলা খেলে । সে খেলার রূপ আলাদা, কিন্তু নিয়ম এক । আমেরিকায় শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের বিভাজনে হোক, ইউরোপে শ্বেতাঙ্গ অ-শ্বেতাঙ্গদের বিভাজনে হোক আর ভারতের হিন্দু-মুসলিম বিভাজনে হোক, তা উগ্র জাতীয়তাবাদের খেলা ছাড়া আর কিছু নয় । এ খেলার একটাই বৈশিষ্ট্য । দেশের সমস্যা যেন এই বিভাজন করে দিলেই সব সমাধান হয়ে যাবে ।
এই উগ্র জাতীয়তাবাদী দক্ষিণপন্থীরা বামপন্থার মদতে ইউরোপজুড়ে শ্বেতাঙ্গদের সমস্যা বাড়ছে বলে যে হাওয়া তুলছে তা সমস্যা সমাধানের হাওয়া বলা যায় কি ? তাহলে ইজরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ চলছে কেন ? এখানে বামপন্থার মদত আছে কি ? রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়া আছে বলে বামপন্থা আছে, তা কি বলা যায় ? সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার মধ্য থেকে তথাকথিত বামপন্থা কেবল চেহারায় দেখা দিয়েছে, মানসিকতায় নয় । এ মত বামপন্থার বিশিষ্ট চিন্তক ও দার্শনিকদের । আজকে যুদ্ধবাজ আমেরিকার সাথে এই রাশিয়ার পার্থক্য কিছু আছে কি ? তাহলে যে বামপন্থার কথা ইলন মাস্ক বা ইউরোপীয় উগ্র জাতীয়তাবাদীরা উচ্চারণ করছে তা চলমান দক্ষিণপন্থার থেকে আলাদা কিছু কি ? তবু ধনকুবেরদের কাছে দক্ষিণপন্থা ও উগ্র জাতীয়তাবাদের কাছে বামপন্থা একটা ভয় । যে ভয় কৃষক, শ্রমিক ও সর্বহারাদের হয়তো এখনও সাহস দেয় ।

