উত্তরবঙ্গের রেল যোগাযোগে যুক্ত হলো নতুন পালক। মালদা টাউন স্টেশনে আনুষ্ঠানিকভাবে চালু হলো মিজোরামের সায়রং থেকে নিউ দিল্লিগামী আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেসের স্টপেজ। রবিবার সবুজ পতাকা নেড়ে এই পরিষেবার উদ্বোধন করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিজেপি নেতা নীলাঞ্জন দাসসহ রেল প্রশাসনের আধিকারিকরা।
আগেই মালদা পেয়েছিল তেজস রাজধানী এক্সপ্রেসের স্টপেজ। এবার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন হিসেবেও মালদা যুক্ত হলো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ রেল যোগাযোগ পরিষেবায়। স্থানীয়দের দাবি, এই নতুন স্টপেজ মালদার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং চিকিৎসার সঙ্গে সরাসরি দিল্লি সংযোগ আরও মজবুত করবে।
শুভারম্ভ উপলক্ষে সাংসদ খগেন মুর্মু মালদাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "এটি উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। এখন রাজধানী এক্সপ্রেসের দুইটি স্টপেজের মাধ্যমে মালদা আরও একধাপ এগিয়ে গেল জাতীয় রেল মানচিত্রে।" নতুন এই পরিষেবা ঘিরে মালদাবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

