শিলিগুড়িতে আবারও প্রকাশ্যে এল এক ভয়ঙ্কর ডিজিটাল প্রতারণা। পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে এক সাধারণ মহিলার কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শৈশব দাস (৩৩) নামে এক ব্যবসায়ীকে।
অভিযোগ অনুযায়ী, ওই মহিলার মোবাইলে কল করে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দেওয়া হয়। প্রতারক জানায়, তাঁর আধার নম্বর দুর্নীতির একটি মামলায় জড়িয়ে গেছে এবং শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। ভয়ে আতঙ্কিত হয়ে মহিলা একাধিক ধাপে মোট ২৫ লাখ টাকা একটি ‘নিউম্যান’ নামে অজানা অ্যাকাউন্টে স্থানান্তর করেন। পরে বাস্তবতা বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে পুলিশ কৌশলগতভাবে ফাঁদ পেতে অভিযুক্ত শৈশব দাসকে গ্রেফতার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনার পর পুলিশ সাধারণ মানুষকে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে—টেলিফোনে বা অনলাইনে কোনও ব্যক্তি পুলিশ বা সরকারি আধিকারিক পরিচয়ে আর্থিক লেনদেনের দাবি করলে সেটি প্রতারণা হওয়ার আশঙ্কাই প্রবল।
এই ঘটনা আবারও দেখাল, ডিজিটাল প্রতারণা কেবল প্রযুক্তির ফাঁকফোকর নয়, মানুষের ভয় এবং দুর্বলতাকেও হাতিয়ার করছে। বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে এ ধরনের প্রতারণার জাল ক্রমশ বিস্তার লাভ করছে, যা রুখতে দরকার জনসচেতনতা ও কঠোর আইনগত পদক্ষেপ।


