সোনিয়া দাস :
বালুরঘাটে ফেন্সিডিল কান্ডে গ্রামবাসীদের ডেপুটেশন।দঃদিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর BSF বুধবার রাতে অভিযান চালিয়ে ৪৮০ বোতল ফেন্সিডিল সহ শিবেন পাহান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে বৃহস্পতিবার এলাকাবাসীরা অভিযোগ করে উদ্ধার হওয়া ফেন্সিডিল শিবেন পাহানের নয় তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।এই ঘটনায় এদিন গ্রামবাসীরা দঃদিনাজপুরের পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান,নিরপরাধ একজনকে অন্যায় ভাবে ফাঁসানো হচ্ছে।এর বিরুদ্ধে সঠিক তদন্ত হওয়া উচিত।
পরিবারের দাবি,বাড়ির পেছনে ফেন্সিডিল ফেলে রেখে দিয়েছে কেউ বা কাহারা আর তার জেরেই নাকি BSF পাকরাও করেছে শিবেনকে।শিবেনকে ছেড়ে দেওয়া হোক সেই সাথে ঘটনার সঠিক তদন্ত করা হোক।