বিষয়া ভৌমিক :
ইটাহারে জাল আধার কার্ড তৈরী চক্রের মূল মাথার খোঁজ মিললো হাওড়ায় ।সোমবার হাওড়ার মানপুর এলাকা থেকে সনৎ মিত্র নামের এক ক্যাফে মালিককে গ্রেফতার করে পুলিশ।ধৃতের বাড়ি হাওড়া দে গ্রাম এলাকায় ।ক্যাফে থেকে আধার তৈরীর জাল নথি ,ল্যাপটপ সহ একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।
এদিন ,মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করে ইটাহার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত আগষ্ট মাসে ২৭ ও ৩০ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে ইটাহারের রাহই থেকে হানা দিয়ে রায়গঞ্জ থানার অন্তর্গত ৩ জনকে গ্রেফতার করে হেফাজতে নেয় ইটাহার থানার পুলিশ। ধৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য।ইটাহারের জাল আধার চক্রের সাথে যোগ রয়েছে হাওড়ার সনৎ নামের এক ব্যক্তির।
তারপরেই ইটাহার থানার পুলিশ সনৎ-কে জালে তুলতে হাওড়ায় পৌঁছায় ,সেখানে বাগনান থানার পুলিশের সহযোগিতায় এলাকার একটি সাইবার ক্যাফেতে হানা দেয় ইটাহার থানার পুলিশ, ক্যাফে থেকে সনৎ - কে গ্রেফতার করা হয়।পাশাপাশি, ক্যাফে থেকে একাধিক জাল নথি ,শংসাপত্র ,আধার তৈরীর কাজে ব্যবহৃত ল্যাপটপ ,প্রিন্টার সহ ফিংগার ও আই স্ক্যানার বাজেয়াপ্ত করে পুলিশ।মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।