ভারতের সিনিয়র ফুটবল দলের বর্তমান স্কোয়াডে বাংলার কোনো ফুটবলার নেই। নতুন কোচ খালিদ জামিলের অধীনে ঘোষিত CAFA Nations Cup 2025–এর এই তালিকায় রয়েছেন গুরপ্রীত সিং সাঁধু, আমরিন্দর সিং, স্যান্ডেশ ঝিঙ্গান, অনোয়ার আলি, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং-সহ আরও অনেকে; তবে সুভাষিষ বোস, প্রত্যম কোটাল, রহিম আলি—এঁদের মতো বাংলার পরিচিত নাম নেই।
ভারত ২৯ আগস্ট থেকে তাজিকিস্তানে আয়োজিত টুর্নামেন্টে গ্রুপ ‘বি’-তে তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তানের মুখোমুখি হবে। স্কোয়াড ঘোষণার তথ্য ও খেলসূচি ভারতের ফুটবল ফেডারেশন ও জাতীয় দলের অফিসিয়াল ঘোষণাতেই নিশ্চিত করা হয়েছে।