গুসকরা: আউশগ্রামের গুসকরা পুলিশ ফাঁড়ি এলাকার গোবিন্দপুর গ্রাম থেকে একটি টোটো চুরির অভিযোগে ওঠে গত ফেব্রুয়ারি মাসে। স্থানীয় সূত্রে খবর উক্তা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর মোড় থেকে দিনের বেলায় টোটোটি চুরি হয়। জানা যায় মঙ্গলকোটের বাসিন্দা চুরি যাওয়া টোটোটির চালক বিজয় দাস। সে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গুসকরা ফাঁড়ির পুলিশ। বুধবার আউশগ্রাম থানার গুসকরা ফাঁড়ির পুলিশ গভীর রাতে একজনকে গ্রেপ্তার করে আনে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম রবিউল দফাদার। তার বাড়ি কেতুগ্রামের কাটারি গ্রামে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে টোটোটি।
বুধবার দুপুরে ধৃতকে পুলিশ বর্ধমান আদালতে পাঠায়। পুলিশ সাতদিনের হেফাজতে চেয়ে এদিন আদালতে আবেদন জানালে, বিচারক তা মঞ্জুর করে।

