Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

অবৈধ সম্পর্ক ধরা পড়ে, বিপাকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলার গৃহবধূ! চরম চাঞ্চল্য গুসকরায়!




রাবণ মণ্ডল

গুসকরা: এ আবার কি শুরু হল! বিতর্কে সেই গুসকরায়! শুক্রবার পরকীয়া ঘিরে ধুন্ধুমার গুসকরা শহরে। প্রেমিকের সঙ্গে চারচাকা গাড়িতে চড়ে কোথাও যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন শহরের এক গৃহবধূ। স্বামীর আগে থেকেই সন্দেহ ছিল। কয়েক বার সে নিয়ে ঝামেলাও হয়। এদিন তক্কে তক্কে ছিলেন তিনি। হাতেনাতে ধরেও ফেলেন তার স্ত্রীকে। তারপর স্ত্রী ও তার প্রেমিককে ধরে বেদম মারধর শুরু করেন এলাকায়।
শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ গুসকরা শহরের বাগ্দী পাড়ার কাছে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা যায়। সে নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটলে সে সময় ঘটনাস্থলে আসে গুসকরা ফাঁড়ির পুলিশও। তবে কোনও পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের না করায় পুলিশ পরিস্থিতি থে থাম করে দিয়ে আবার চলে যায়। 
জানা গিয়েছে ওই বধূ গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বছর আটেক আগে বিয়ে হয়েছিল তার। ৬ বছরের এক সন্তান রয়েছে।  বধূর স্বামীর দাবি, মেমারি এলাকার এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী। তা নিয়ে আগে সতর্ক করলেও ভ্রূক্ষেপ করেননি তারা কেউ। 
জানা গিয়েছে এদিন মেমারির ওই যুবকের সঙ্গে প্রাক্তন কাউন্সিলর বধূ কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন বেরাতে। তখনই চারচাকা গাড়িটি আটকে দেন বধূর স্বামী। তারপর দু'জনকেই মারধর শুরু করেন তারা। প্রচুর লোকজন জড়ো হয়ে যায় পাড়ায়। তারপর স্থানীয়রাই পরিস্থিতি নিয়ন্ত্রন করে। শেষমেশ স্বামী স্ত্রী আলোচনায় বসে মিটমাট করার প্রস্তাব দেন পাড়ার কেউ কেউ। তবে বধূর দাবি তিনি আর তার স্বামীর সঙ্গে থাকবেন না। তারপরও শেষমেশ তাদের বুঝিয়ে স্থানীয়রাই প্রেমিককে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন‌ ।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon