সাতসকাল নিউজ :
রাস্তার অবস্থা বেহাল জলপাইগুড়ি (Jalpaiguri)জেলার অন্তর্গত রাজগঞ্জ ব্লকের শিকারপুরের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার। বৃষ্টি হলেই পথ হাঁটার অযোগ্য হয়ে যায় গোটা এলাকা কাদা-মাটি, জল জমে। স্থানীয় বাসিন্দারা সেই দুর্ভোগের প্রতিবাদ জানাতেই গতকাল শুক্রবার সকাল থেকে পথ অবরোধে বসেন।
অবরোধ করে চলা এমন প্রতিবাদের খবর পেয়ে জলপাইগুড়ি (Jalpaiguri) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারও চেষ্টা চলছিল। এর মাঝেই ঘটনাস্থলে উপস্থিত হন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। অভিযোগ, তিনি নাকি শুরু থেকেই উত্তেজিত হয়ে পড়েন অবরোধকারীদের সঙ্গে কথা বলার বদলে। স্থানীয় বাসিন্দাদের সাথে জড়িয়ে পড়েন তর্কে বলেন, “আপনাদের জল ফ্রি, ট্যাক্স ফ্রি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সব পাচ্ছেন, রাস্তাও হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে।”
আর বিডিও-র এমন মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন রাস্তার দাবিতে আন্দোলনরত বহু মহিলা। তাঁরা স্পষ্ট জানান, “আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাদের শুধু রাস্তাটা ঠিক করে দিন।”মহিলাদের এমন কথার প্রতিক্রিয়াতেই বিডিও আরও বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন ,”১০০ জন যদি লক্ষ্মীর ভান্ডার না নেয়, তাহলে ওই টাকাতেই রাস্তা বানানো যাবে।”
এমনত অবস্থায় প্রশ্ন উঠছে সরকারি প্রকল্পের টাকা কীভাবে খরচ হচ্ছে তা নিয়েও। সাধারণের মৌলিক নাগরিক চাহিদা পাকা রাস্তা। তার সেই দাবি জানাতেই একজন বিডিওর এমন মন্তব্য প্রশাসনিক নিষ্ঠার সঙ্গে কতটা খাপ খায়, সেই প্রশ্নও উঠেছে ওয়াকিবহল মহলে। জলপাইগুড়ির (Jalpaiguri) জেলার শিকারপুরের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট দাবি, ‘ভাতা নয়, রাস্তাই চাই’। আর প্রশাসনের দায়িত্ব সেই দাবি শুনে সমাধান করা, বিতর্ক তৈরি করা নয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।