ধৃত চোলাই কারবারি। ছবি রাখী
রাবণ মণ্ডল
আউশগ্রাম: পুলিশের ধরপাকড় পরেও চলছে জেলায় চোলাই মদের রমরমা! পূর্ব বর্ধমানের আউশগ্রামে ফের চোলাই মদ উদ্ধার করল পুলিশ। এবার ২০ লিটার চোলাই মদ সহ একজনকে গ্রেপ্তার করল আউশগ্রাম থানার গুসকরা ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই চোলাই কারবারের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে খবর।
শুক্রবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ চোলাইসহ ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। গুসকরা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুফল মাজি। তার বাড়ি গুসকরার হাটতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি চোলাই মদ প্লাস্টিকের জারে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বাজার লাগোয়া কোনো স্থানে। তখনই গতকাল রাতে গুসকরা ফাঁড়ির পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে এলাকা থেকে চোলাই মদ সহ সুফল মাজিকে হাতেনাতে ধরে।

