হাসান লস্কর বাবলু, দক্ষিণ ২৪ পরগনা :
প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ে শুরু হলো ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি"র প্রথম দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজ্ঞান সম্মেলন।
জেলার শতাধিক স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী মিলিয়ে ৭০০ জন প্রতিনিধি এদিনের সম্মেলনে যোগদান করেন।
সকালে পদযাত্রার মাধ্যমে সম্মেলন শুরু হয়। এরপর বিজ্ঞান মডেল ও চার্ট প্রদর্শনী, হাতে কলমে বিজ্ঞান পরীক্ষা, খাদ্যে ভেজাল ধরা, দূষণ থেকে পরিবেশকে রক্ষা করা নানান বিষয় ছাত্রছাত্রীরা তুলে ধরে। এছাড়া "সুন্দরবন ও জলবায়ু পরিবর্তন"( আলোচক- ডঃ কানাইলাল দাস) ও "বিশ্ব পরিবেশ ও আমাদের ভূমিকা"( আলোচক:- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপিকা ডঃ শরিফা খাতুন) শীর্ষক দুটি সেমিনার অনুষ্টিত হয়। বিজ্ঞান সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ শিল্পক চ্যাটার্জী ( প্রিন্সিপাল সায়েন্টিস্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, কলকাতা), এছাড়া উপস্থিত ছিলেন সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি ও শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাগতা দাস মন্ডল, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির রাজ্য কার্যকরী সভাপতি অধ্যাপক ডঃ নীলেশ মাইতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ দেবব্রত বেরা, বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপিকা ডঃ শরিফা খাতুন, প্রাক্তন প্রধান শিক্ষক ডঃ কানাইলাল দাস, প্রাক্তন শিক্ষক সাধন কুন্ডু ও জেলা সম্পাদক কিংশুক হালদার।
সংগঠনের জেলা সম্পাদক কিংশুক হালদার বলেন, "একদিকে যখন মহাকাশজুড়ে বিজ্ঞানীরা দাপিয়ে বেড়াচ্ছেন, নানান দিকে গবেষণায় দেশ তথা পৃথিবীর বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করছেন তখন নানান কুসংস্কার সমাজকে গ্রাস করছে। এমত পরিস্থিতিতে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা ও ব্যাপক দূষণের হাত থেকে সার্বিকভাবে পৃথিবীর পরিবেশকে রক্ষা করার উদ্দেশ্যেই আমাদের এই সম্মেলন।"