আগামী 8th september অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিশ্ব প্রতিবাদ দিবস পালিত হবে । বিশ্বব্যাপী প্রায় একশত স্থানে এই প্রতিবাদ প্রতিটি স্থানীয় সময় বিকাল 5 টায় অনুষ্ঠিত হবে । তারই আহ্বানে এ সম্পর্কে অস্ট্রেলিয়ো ভারতীয় রেডিও তে আজ থেকে সাড়ে তিন মিনিটের বেশি একটি Jingles প্রচারিত হচ্ছে । আগামী 8th september পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে তা প্রচারিত হবে। ব্রিসবেনের এক প্রতিবাদী টিম এই প্রচারের ব্যবস্থা করেছে । এই Jingles শুধু রেডিওতে প্রচারিত হচ্ছে তা নয়, বিশ্বব্যাপী সমাজমাধ্যমে অভয়ার ন্যায় বিচারের দাবিতে সকল প্রতিবাদী গ্রুপে গ্রুপে প্রচারিত হচ্ছে । অভয়া আন্দোলনকারীরা আবেদন জানিয়েছে ৮ সেপ্টেম্বরের আগে এই Jingles টি সকলে চারিদিকে ছড়িয়ে দিতে যেন সচেষ্ট হয় ।
অভয়ার বিচারের দাবিতে 8th september বিশ্ব প্রতিবাদ দিবস
Monday, August 18, 2025