সোমনাথ চৌধুরী :
নেতৃত্ব বদলের গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরেই। একাধিক নেতার নাম ঘোরাফেরা করছিল। এবার শিলমোহর পড়ল সেই সম্ভাবনায়। শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বিজেপির (BJP) রাজ্য সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন। পাশে ছিলেন বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাম ঘোষণার আগেই নিশ্চিত হয়ে গেল-শমীকই হচ্ছেন রাজ্য বিজেপির (BJP) নতুন সভাপতি।
রাজনীতিতে নতুন কেউ নন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তিনি জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন ছোটবেলা থেকেই। পরবর্তীকালে তিনি বিজেপি (BJP) ও আরএসএস (RSS) -দু’দিকেই সক্রিয় ছিলেন। ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। যদিও তিনি হেরে যান পরের কয়েকটি নির্বাচনে। তবে দলের সঙ্গে তাঁর সম্পর্ক, দীর্ঘ অভিজ্ঞতা আর আরএসএসের (RSS) সমর্থন-এই তিনে ভর করেই তাঁকে নেতৃত্বে এনেছে দল।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের একাংশ ও আরএসএস (RSS) চাইছিলেন সামনে আনা হোক নতুন কোনও অভিজ্ঞ মুখকে। তাঁদের দীর্ঘদিনের আস্থা ছিল শমীকের উপর । যদিও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য ছিলেন সুকান্ত নিজেও, কিন্তু শেষমেশ গুরুত্ব পেল এক বর্ষীয়ান নেতা যে কিনা সঙ্ঘ ঘনিষ্ঠ।
নতুন সভাপতির সামনে রাজ্যে আগামী দিনে বিজেপিকে আরও সংগঠিত করতে হবে-এই চ্যালেঞ্জ রয়েছে। শমীক সংগঠনের মানুষ, নেতৃত্ব দিয়েছেন আগেও। অনেকেই মনে করছেন, পরপর পরাজয়ের পরে এবার বিজেপি চায় এক রাজ্য বিজেপির ভারসাম্য রক্ষা করার মুখ, যিনি জনসংযোগের পাশাপাশি দলের অভ্যন্তরীণ কাঠামোকেও চেনেন।শমীক সেই শর্তে পুরোপুরি ফিট,এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।