বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেছেন। ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ’ শিরোনামের এই পোস্টে তিনি নিজেকে ঘিরে ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
ঘটনার সূত্রপাত গত ৪ জুলাই নিউইয়র্ক থেকে সম্প্রচারিত “Friday Night with Zayed Khan” শোতে তানজিন তিশার একটি বক্তব্য থেকে। তিনি সেখানে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে মা হিসেবে দেখতে চান। এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।
এই আলোচনার মাঝেই সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিশার ‘গোপন সন্তানের’ ছবি প্রকাশ করেন। তিনটি ছবি শেয়ার করে তিনি দাবি করেন, তিশার পূর্ববর্তী সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।
এই ‘ভুঁইফোড় অনলাইন পোর্টাল’ ও গুজব সৃষ্টিকারীদের উদ্দেশ্যে তানজিন তিশা লিখেছেন—
“যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেই সব অসভ্যদের বলছি— এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দিবো। যদি বাচ্চাকাচ্চা গুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে নিজ উদ্যোগে জুতা মার তালে তালে।”
এই পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ভাইরাল হওয়া ছবিগুলি তাঁর ভাগ্নে ও ভাগ্নির। কোনো সন্তানের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তানজিন তিশার এই প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার সাহসী অবস্থানকে সমর্থন জানাচ্ছেন। একইসঙ্গে এই ঘটনা অনলাইন সংবাদ মাধ্যমগুলোর দায়িত্বশীলতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।