Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

শিলিগুড়িতে মানব পাচার রুখে দিল রেল পুলিশ, উদ্ধার ৫৬ তরুণী


শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশনে মানব পাচারের বড়সড় চক্রান্ত ভেস্তে দিল যৌথ রেল পুলিশ বাহিনী। শনিবার রাতে রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং সাধারণ রেল পুলিশ (GRP)-এর একটি যৌথ অভিযান চালিয়ে ৫৬ জন তরুণীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে পাচারের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে।

উদ্ধার হওয়া মহিলাদের অধিকাংশই উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির বাসিন্দা বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণীদের ভিনরাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল, যেখানে তাদের জোর করে যৌন ব্যবসা বা গৃহকর্মে নিযুক্ত করা হতো।

গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে নজরদারি চালায় RPF এবং GRP। সন্দেহভাজনদের গতিবিধি নজরে আসার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে পাচারচক্রের মূল পরিকল্পনা উদ্ঘাটিত হয়।

রেল পুলিশের এক আধিকারিক বলেন, "আমরা মানব পাচার বন্ধে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছি। এই ধরনের ঘটনা আমাদের আরও সতর্ক করছে। উদ্ধার হওয়া মহিলাদের প্রাথমিক চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।"

এই ঘটনার মাধ্যমে উত্তরবঙ্গে মানব পাচারের বিপজ্জনক বাস্তবতা আবার সামনে এলো। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্র সম্পর্কে আরও তথ্য জোগাড়ের চেষ্টা চলছে।

এই সফল অভিযান মানব পাচার রুখতে রেল পুলিশের অঙ্গীকার এবং সক্রিয় ভূমিকাকে আরও একবার প্রমাণ করল।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon