সোমনাথ চৌধুরী :
বুধবার জেলায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, কুমারগঞ্জ ও হরিরামপুর ব্লকের একাধিক প্রকল্পের উদ্বোধন সহ শিলান্যাসের অনুষ্ঠানে।
প্রথমত,কুমারগঞ্জ ব্লকের ৬ নং দিওড় গ্রাম পঞ্চায়েতের দিওড় বাজার সংলগ্ন এলাকায় রাস্তা উদ্বোধন সহ নতুন রাস্তার শিলান্যাসের অনুষ্ঠানে পৌঁছায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।সেখানেই চারটি নতুন রাস্তার উদ্বোধনের সাথে সাথে তিনি জানান কুমারগঞ্জ বিধানসভায় ২০২৫- ২৬ আর্থিক বছরে কাজের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
দ্বিতীয়ত,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পৌঁছায় হরিরামপুর বিধানসভার অন্তর্গত গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের হাতনাডাঙ্গি এলাকায়, সেখানে তিনি শিলান্যাস করেন বক্স ব্রিজের।শাসকদলের দুই মন্ত্রী তথা ক্রেতা সুরক্ষা দফতরে মন্ত্রী বিপ্লব মিত্র ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ফিতে কেঁটে কাজের শুভ সূচনা করেন।
উক্ত অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বলেন,মূলত ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়াতে সমস্যা তৈরি হয়েছে ।১০০ দিনের কাজের মাধ্যমে ছোট ছোট রাস্তা গুলো তৈরী করা হত,তা বন্ধ হয়ে গেছে।আমরা স্হানীয় এলাকার মানুষদের চাহিদা অনুসারে কোথাও হাইমাস লাইট ,অডিটোরিয়াম তো কোথাও আবার ছোট ছোট হল তৈরী করা হয়েছে বলে জানান তিনি।পাশাপাশি তিনি এও বলেন, এই জেলাতে ২০২৫-২৬ আর্থিক বছরে প্রায় ৬৫-৬৬ কোটি টাকার কাজ করছি।
জানিয়ে রাখি ,জেলার প্রত্যন্ত দুটি বিধানসভা কুমারগঞ্জ ও হরিরামপুর দুটিই রয়েছে শাসক দলের দখলে ,একটিতে বিগত বিধানসভা নির্বাচনের জয়ী হন তোরাফ হোসেন মন্ডল ও অপরটিতে জয়ী হন বিপ্লব মিত্র।জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের তিনটি রয়েছে শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দখলে ,বাকি তিনটি রাজ্যের বিরোধী দল তথা বিজেপির দখলে।

