Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

ভোটের মুখে কল্পতরু মমতা, বাড়ানো হল অনুদান ২৫ হাজার ! অনুদানকে ঘুষ বলে খোঁচা শুভেন্দুর



সোমনাথ চৌধুরী :

বছর শেষেই বিধানসভার নির্বাচন। তার আগেই পুজো কমিটি গুলোর কাছে কল্পতরু হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতবছরের তুলনায় তিনি দূর্গাপূজার অনুদান আরও বাড়িয়ে দিলেন,অনুদান বাড়ালেন ২৫ হাজার টাকা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবার পুজা কমিটি গুলিকে ১লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়া হবে।এদিকে সেই অনুদানকে ঘুষ বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

প্রসঙ্গত,এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দূর্গাপুজা কমিটিগুলির সাথে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে তিনি বার্তা দেন সর্বধর্ম সমন্বয়ের। পুজোর জন্য মুখ্যমন্ত্রী মুখ্যসচিব সহ রাজ্য পুলিশকে একগুচ্ছ নির্দেশ দেন। সেই সাথে দূর্গাপুজা কমিটিগুলির জন্য বড় সুখবর দিয়েছেন তিনি,কমিটিগুলির ৮০ শতাংশ বিদ্যুৎ খরচা মকুব করা  হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দূর্গাপুজা কমিটিগুলিকে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ারও।

অপরদিকে, মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণার পরেই তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবছর দুর্গাপুজোর বিসর্জন হবে ২রা, ৩রা এবং ৪ ঠা অক্টোবর  বলে জানিয়েছেন তিনি। আর কার্নিভাল হবে ৫ তারিখ। আর এই ইস্যুতে পালটা রাজ্যের বিরোধী দলনেতার প্রশ্ন, ‘উনি কে? উনি একবছর দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে দিয়েছিলেন মহরম ছিল বলে। মা দূর্গার বিসর্জন পঞ্জিকা, শাস্ত্র মতে  হবে।ক্লাব বসে ঠিক করবে’।

রাজ্যের বিরোধী দলনেতা এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি টানানোর শর্তে যদি অনুদান নেন তবে অবিচার করা হবে অভয়ার বাবা মায়ের সঙ্গে। বিরোধী দলনেতা (Suvendu Adhikari) আরও সংযোজন করে বলেন, যে ক্লাব মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা প্রত্যাখ্যান করবে তাঁদের পাশে তিনি থাকবেন। একই সাথে শুভেন্দু এও বলেন, ‘পুলিশ গিয়ে বলে অনুমতি দেব না টাকা না দিলে। পুলিশ বলে প্যান্ডেল উদ্বোধন করতে হবে পিতৃপক্ষে। অনুদানের টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের সম্পর্ক নেই’।

মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে এদিন শুভেন্দুর (Suvendu Adhikari) খোঁচা, ‘যতই ঘুষ দিন, যাঁরা প্রকৃত সনাতনী হিন্দু, ভারতপ্রেমী তাঁরা কখনোই সমর্থন করবেন না।’ কোনও ‘সুস্থ মাথার লোক’ ২৬ শে  মমতাকে ভোট দেবেন না বলেও কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, ভোটের মুখে অনেক পুজো উদ্যোক্তাদের মুখেও চওড়া হাসি ফুটেছে  মুখ্য়মন্ত্রীর এই বিপুল অনুদানের ঘোষণায়। অনুদানের টাকা একলাফে এতটা বাড়িয়ে দেওয়ায় জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon