নয়াদিল্লি: দেশের প্রধান বিরোধী রাজনৈতিক জোট INDIA Bloc ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এরইমধ্যে প্রথম বড় ধাক্কা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, যিনি আনুষ্ঠানিকভাবে এই জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
নীতীশ কুমারের এই রাজনৈতিক অবস্থান বদল নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, “নীতীশজি চাপের মুখে থাকলেই ইউ-টার্ন নেন। এটাই তার রাজনৈতিক অভ্যাস।” রাহুলের এই মন্তব্যে পরিষ্কার, নীতীশের এই সিদ্ধান্তকে INDIA জোট রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছে।
নীতীশ কুমার কিছুদিন আগেই আবার জেডিইউ সভাপতির দায়িত্বে ফিরেছেন এবং দলীয় স্তরে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা পুনঃস্থাপনের ইঙ্গিত দিচ্ছেন বলে জল্পনা শুরু হয়েছে। তাঁর সরে যাওয়ায় INDIA জোটের রাজনৈতিক স্থায়িত্ব এবং আসন্ন বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিরোধী জোটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হলেও, কংগ্রেস সহ অন্যান্য শরিক দলগুলির বক্তব্য, “নীতি-ভিত্তিক ঐক্য”ই তাঁদের অস্ত্র—তবে নীতীশ কুমারের মতো নেতার সরে যাওয়া রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।