Select language to read news in your own language

৩০ সেকেন্ডেই পতন, তদন্তে DGCA-NTSB-AAIB


মাত্র ৩০ সেকেন্ডেই ভেঙে পড়ল বিমান! লিফট না পাওয়া না কি ফ্ল্যাপ মিসকনফিগারেশন? তদন্তে নামছে DGCA, NTSB ও ব্রিটিশ AAIB

গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর একাধিক আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে বিস্ময়কর তথ্য—দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আকাশে ওঠার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই সঠিক উচ্চতা ও গতি হারিয়ে ফেলে। বিশেষজ্ঞদের একাংশের সন্দেহ, বিমানটি হয়তো লিফট পায়নি বা ফ্ল্যাপ সঠিকভাবে কনফিগার করা ছিল না, যার জেরে নিয়ন্ত্রণ হারায়।

এই ঘটনা নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA), আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB), ব্রিটেনের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (AAIB) এবং ভারতের এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB-Bureau) যৌথভাবে তদন্ত শুরু করছে।

বিশেষজ্ঞদের মতে, লিফট না পাওয়া মানে হচ্ছে বিমানের ডানাগুলোর পেছনের অংশ যথাযথ ভাবে উপরে উঠতে পারেনি, ফলে আকাশে সঠিকভাবে ভেসে থাকা অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে, ফ্ল্যাপ মিসকনফিগারেশন হলে টেক-অফের সময় পর্যাপ্ত উল্লম্ব চাপ না পাওয়ায় বিমান দ্রুত উচ্চতা হারাতে পারে।

তদন্তকারী দল ইতিমধ্যে বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স) সংগ্রহ করেছে। এগুলির তথ্য বিশ্লেষণ করে পরিষ্কার হতে পারে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দেশের ভিতরে ও বাইরে থাকা শতাধিক যাত্রী ও তাঁদের পরিবার গভীর উদ্বেগে রয়েছেন। এদিকে বিমান সংস্থা ও ভারতীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সব দিক খতিয়ে দেখে প্রয়োজনে অবিলম্বে গাইডলাইন আপডেট করা হবে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon