আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া: ভারত-যুক্তরাজ্য-রাশিয়া সহ শীর্ষ নেতাদের তৎপরতা, তদন্তে নামছে ব্রিটিশ বিশেষজ্ঞ দল
গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর শুধু দেশ নয়, গোটা বিশ্বে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। দুর্ঘটনায় বহু ব্রিটিশ নাগরিক নিহত বা আহত হওয়ায় আন্তর্জাতিক স্তরে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) যুক্তরাজ্যের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (AAIBB)-এর একটি বিশেষজ্ঞ দলকে আহ্বান জানিয়েছে তদন্তে সহায়তা করার জন্য।
এই বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজের অভ্যন্তরীণ বিমানের কাঠামো ও নিরাপত্তা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছে। বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৩২ জন ব্রিটিশ পাসপোর্টধারী ছিলেন বলে সূত্রে জানা গিয়েছে।
ঘটনার পরপরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেন এবং কেন্দ্রীয় বিমান চলাচল দপ্তরকে অবিলম্বে তদন্তে নির্দেশ দেন। পাশাপাশি, ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী কির স্টার্মার এক বিবৃতিতে বলেন, "এটি এক অভূতপূর্ব ট্র্যাজেডি। ভারতের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং প্রয়োজনে চিকিৎসা ও তদন্তে সাহায্য করতে প্রস্তুত।"
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস-ও ভারতের প্রতি সমবেদনা জানিয়ে জানান যে, যদি কোনো রাশিয়ান বা অস্ট্রেলিয়ান নাগরিক দুর্ঘটনায় প্রভাবিত হয়ে থাকেন, তবে তাঁদের সহায়তায় দেশ দ্রুত ব্যবস্থা নেবে।
একইসাথে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ ও আহত বিদেশি যাত্রীদের বিষয়ে তথ্য আদানপ্রদান চলছে। নিখোঁজদের শনাক্তকরণে ডিএনএ নমুনা পরীক্ষা শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের এই তদন্ত ভবিষ্যতের জন্য একটি গ্লোবাল এভিয়েশন কো-অপারেশন মডেল হিসেবে কাজ করতে পারে।