সোনিয়া দাস
অভিযুক্ত ১৩ জনই স্থানীয় মুর্শিদাবাদ হিংসায় (Murshidabad Violence) নিহত বাবা-ছেলের হত্যাকাণ্ডে। এমনই তথ্য উঠে এল পুলিশের চার্জশিটে সম্প্রতি। পুলিশের চার্জশিটে যে ১৩ জন অভিযুক্তের নাম রয়েছে, তাদের প্রত্যেকের সামশেরগঞ্জ থানা এলাকায় বাড়ি । অর্থাৎ বহিরাগত তত্ত্ব খারিজ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁরই পুলিশের দেওয়া চার্জশিটে। এ নিয়ে এবার বিরোধীদের কটাক্ষের শিকার হয়েছে তৃণমূল।
বিগত সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ হিংসা (Murshidabad Violence) নিয়ে বলেছিলেন, 'বহিরাগতরা স্থানীয় কিছু জনকে সঙ্গে নিয়ে, কীভাবে করেছে সেই চক্রান্ত আমরা ফাঁস করে দেব'। কিন্তু তাঁর পুলিশের দেওয়া চার্জশিটে মুখ্যমন্ত্রীর সেই 'বহিরাগত' তত্ত্ব এবার খারিজ হয়ে গেল। বাবা ছেলের মুর্শিদাবাদ হত্যাকাণ্ডে (Murshidabad Violence)পুলিশ অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনেছে , সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, সামশেরগঞ্জ থানা এলাকায় ওই ১৩ জনেরই বাড়ি।
প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদ হিংসায় (Murshidabad Violence) নিহত বাবা-ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুন হয়েছিলেন সামশেরগঞ্জের জাফরাবাদে। সূত্রের মারফত পাওয়া খবর বলছে, হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৩ জনের প্রত্যেকের বাড়িই সামশেরগঞ্জ থানা এলাকায় এমনটাই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পুলিশের দাবি প্রত্যেকেই স্থানীয়।