Select language to read news in your own language

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইংল্যান্ড দলে নতুন মুখ এডি জ্যাক, চোটে জর্জরিত পেস আক্রমণ


ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে চোটের ধাক্কায় বিপর্যস্ত ইংল্যান্ড শিবির। জশ টাং-এর বদলি হিসেবে দলে ডাকা হয়েছে নতুন মুখ এডি জ্যাক-কে। তিনি এখনও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক করেননি।

ইংল্যান্ডের পেস আক্রমণ এই মুহূর্তে বেশ দুর্বল হয়ে পড়েছে। চোটের কারণে বাইরে রয়েছেন মার্ক উড, জোফ্রা আর্চার এবং গাস অ্যাটকিনসন। এই অবস্থায় চোট কাটিয়ে ফেরা ক্রিস ওক্স-এর উপরই ভরসা রাখতে হচ্ছে ইংল্যান্ডকে।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তরুণ বোলার এডি জ্যাকের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon